জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলেন, এবার আর কোনো আশ্বাস নয়, তাদের দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত তারা সচিবালয় এলাকা ছাড়বেন না।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টা ৫০ মিনিট নাগাদ শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান শুরু করেন এবং এখনও সেখানেই অবস্থান করছেন। তাদের মধ্যে কেউ মিছিল করছেন, কেউ সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন।
পরিসংখ্যান বিভাগের একজন শিক্ষার্থী গণমাধ্যমকে বলেন, ‘বিভিন্ন সময়ে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। এবার আমরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখানেই থাকবো।’
এদিকে, শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। বিপুলসংখ্যক পুলিশ সদস্য সচিবালয়ের মূল ফটকে এবং শিক্ষার্থীদের আশপাশে অবস্থান করছেন। এছাড়া পাশেই রাখা হয়েছে জলকামানের গাড়িও।
পুলিশের এসি পদমর্যাদার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘রমনা বিভাগের ডিসি স্যার পুরো বিষয়টি সমন্বয় করছেন। আমরা সতর্ক অবস্থানে রয়েছি, যাতে কোনো ধরনের অপ্রতিকর ঘটনা না ঘটে। আশা করি শিক্ষার্থীরা সহনশীল থাকবেন।’
এর আগে সোমবার (১৩ জানুয়ারি) টানা ২৪ ঘণ্টা অনশনের পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এবং সাজিদ একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ‘আমাদের দাবি না মানা পর্যন্ত কোনো ক্লাস বা পরীক্ষা হবে না। আমরা গত রাতেই “কমপ্লিট শাটডাউন” ঘোষণা করেছি।’
এর আগে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি ঘোষণা করেন। তারা বলেন, ‘দাবি না মানলে দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করবো।’ পরে নির্ধারিত সময়ে দাবি পূরণ না হওয়ায় শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নেন।
আপনার মতামত লিখুন :