ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হবিগঞ্জ, মহাসড়ক অবরোধ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪, ০১:২২ পিএম

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হবিগঞ্জ, মহাসড়ক অবরোধ

ছবি: হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে অসহযোগ কর্মসূচি সফল করার লক্ষ্যে হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সড়ক ও মহাসড়ক অবরোধ করে রাখা হয়। এ সময় ছাত্রছাত্রীরা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়। 

রোববার (৪ আগষ্ট) জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আগুন ধরিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ছাত্র-ছাত্রীদের আন্দোলনের সাথে বিভিন্ন শ্রেণী পেশার ও রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে যোগ দিতে দেখা গেছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ডাকা সারা দেশে একদাফা দাবিতে জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ ও ব্যবসায়ীরা  আতংকিত হয়ে ব্যাংক  বীমা ও  দোকানপাট নিজেদের উদ্যোগে বন্ধ রাখা হয়। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ করা যায়নি।  তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি।

 

 

আরবি/জেআই

রূপালী বাংলাদেশ

Link copied!