ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

৮ ডিগ্রিতে নামল তাপমাত্রা, আরও কমার পূর্বাভাস

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৪, ১২:৫৪ পিএম

৮ ডিগ্রিতে নামল তাপমাত্রা, আরও কমার পূর্বাভাস

ছবি: সংগৃহীত

যতই দিন গড়াচ্ছে ততই শীতের তীব্রতা বাড়ছে। হিমালয়ের হিম বাতাসের কারণে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রার পারদ উঠানামা করছে। রংপুর বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি ।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় আবহাওয়া অফিস এই তাপমাত্রা রেকর্ড করেছে। আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশীদের সাক্ষর করা আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে ।

পূর্বাভাসে জানানো হয়েছে দেশের দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরের শ্রীলংকা উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে মান্নার উপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ হিসেবে অবস্থান করছে এবং এটি গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়টি পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বিজ্ঞাপন

এতে শুক্রবার সকাল ৯টা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া পঞ্চগড়, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলা সমূহের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এছাড়া শনিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্র সামান্য হ্রাস পেতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

রোববারও একই ভাবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী কুয়াশা পড়তে পারে। 

আরবি/এফআই

Link copied!