ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
সচিবালয়ে অগ্নিকাণ্ড

ময়নাতদন্ত শেষে সদর দপ্তরে নেওয়া হচ্ছে নিহতের মরদেহ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ০৪:০৪ পিএম

ময়নাতদন্ত শেষে সদর দপ্তরে নেওয়া হচ্ছে নিহতের মরদেহ

ছবি: সংগৃহীত

সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় নিহত ফায়ারকর্মী সোয়ানুর জামান নয়নের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের পর জানাজার উদ্দেশ্যে তার মরদেহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বঙ্গবাজার সদর দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গ থেকে ময়নাতদন্ত শেষ হয় এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে সচিবালয়ে আগুন নেভানোর সময় ট্রাকচাপায় আহত হন নয়ন। তেজগাঁও ফায়ার স্টেশনের স্পেশাল এ ফাইটারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে। তিনি দুই বছর ধরে ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন।

আরবি/জেআই

Link copied!