ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
ট্যারিফ কমিশনের বিশ্লেষণ

রমজানে স্থিতিশীল থাকবে দেশের পণ্যবাজার

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ০৮:৪৬ পিএম

রমজানে স্থিতিশীল থাকবে দেশের পণ্যবাজার

ছবি: সংগৃহীত

আসন্ন রমজানে দেশের নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে বলে বিশ্লেষণ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)। সম্প্রতি সংস্থাটি এ বিশ্লেষণ প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম কমতে থাকার পাশাপাশি, অন্তর্বর্তী সরকারের নানামুখী পদক্ষেপের কারণে দেশের পণ্যের বাজারে মূল্য সহনশীলতা বজায় থাকবে।

এছাড়া আসন্ন রমজানকে সামনে রেখে দেশের পণ্য আমদানি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, গত বছরের তুলনায় স্থানীয় বাজারে কম দামে পণ্য ক্রয় করতে পারবে সাধারণ মানুষ। যদিও ট্যারিফ কমিশনের প্রতিবেদনে সরকারের সম্প্রতি শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হয়নি।

বিশ্বব্যাংকের পণ্যমূল্য তথ্য বিশ্লেষণ করে বিটিটিসি জানিয়েছে, গত ডিসেম্বরে (২০২৪) এনার্জি, নন-এনার্জি, খাদ্যপণ্য এবং কাঁচামাল ও সারের দাম নিম্নমুখী প্রবণতা দেখাচ্ছে। তবে চাল, ভুট্টা ও বার্লির দাম বেড়েছে। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের সম্ভাবনা রয়েছে, যার ফলে আন্তর্জাতিক অনেক পণ্যের সরবরাহ স্বাভাবিক হতে পারে। এ কারণে বাংলাদেশে আমদানি নির্ভর অত্যাবশ্যকীয় পণ্যের দাম কমতে পারে।

ট্যারিফ কমিশন আরও জানায়, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমছে এবং ভোজ্যতেল আমদানিতে শুল্ক-কর হ্রাস করায় রমজানে স্থানীয় বাজারে ভোজ্যতেলের দাম কমার সম্ভাবনা রয়েছে।

এছাড়া, চালের স্থানীয় উৎপাদন কম হওয়ায় সরকার চাল আমদানিতে শুল্ক-কর মওকুফ করেছে এবং ৪ লাখ ৭৫ হাজার টন চাল আমদানির জন্য এলসি খোলা হয়েছে। এর ফলে চালের বাজারেও দাম কমবে। খেজুর আমদানিতেও শুল্ক-কর রেয়াত দেওয়া হয়েছে, ফলে রমজানে ভোক্তারা কম দামে খেজুর কিনতে পারবেন।

তবে, আমদানি ব্যয় নির্বাহে বৈদেশিক মুদ্রার মান ধরে রাখা এবং রাজস্ব ও মুদ্রা নীতি সঠিকভাবে বজায় রাখা প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে।

এছাড়া, মসুর ডাল ও ছোলার আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে স্থানীয় বাজারে এসব পণ্যের মজুত ও সরবরাহ মনিটর করা প্রয়োজন বলে ট্যারিফ কমিশন জানিয়েছে।

আরবি/এফআই

Link copied!