ঢাকা রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

সংস্কার কমিশনের কার্যক্রমে পূর্ণ সমর্থন রয়েছে ইইউর

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪, ০৪:৫২ পিএম

সংস্কার কমিশনের কার্যক্রমে পূর্ণ সমর্থন রয়েছে ইইউর

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সংস্কার কমিশনের কার্যক্রমে পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অ্যাম্বাসেডর মাইকেল মিলার।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের সাথে সাক্ষাতে তিনি এ সমর্থনের কথা জানান।

এসময় সংবিধান সংস্কার বিষয়ক চলমান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডরকে অবহিত করেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান।

সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করতে সংবিধান সংস্কার কমিশন দৃঢ়প্রতিজ্ঞ।

সংবিধান সংস্কার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে মাইকেল মিলার বলেন, বর্তমান সংস্কার কার্যক্রমে ইউরোপিয়ান ইউনিয়নের পূর্ণ সমর্থন রয়েছে। এছাড়া  সংবিধান সংস্কার বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

আরবি/জেআই

Link copied!