ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

একই রাতে সচিব নিবাসেও লেগেছিল আগুন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ০৯:৪০ পিএম

একই রাতে সচিব নিবাসেও লেগেছিল আগুন

ছবি: রূপালী বাংলাদেশ

শুধু সচিবালয়েই নয়, বুধবার রাতে আগুন লেগেছিল রাজধানীর ইস্কাটন এলাকার সচিব নিবাসেও। বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানান, বুধবার রাত ৮টা ২০ মিনিটের দিকে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত সচিব নিবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২০তলা ভবনের চারতলার একটি বাসার রান্নাঘরে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন, আগুনটি একটি কিচেন রুমে লেগেছিল। তবে আগুন তেমন বড় ছিল না বলে অল্পতেই নেভানো সম্ভব হয়।

এদিকে, বুধবার দিবাগত মধ্যরাত ১টা ৫২ মিনিটের দিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। একপর্যায়ে ৬ ঘণ্টার বেশি সময় পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে থাকা সড়ক পরিবহন মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, কাঠ দিয়ে সচিবালয়ে থাকা মন্ত্রণালয়গুলোর সৌন্দর্যবর্ধনের ফলে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আর মন্ত্রণালয়ের প্রতিটি রুম বন্ধ থাকায় তালা ও জানালা ভেঙে ফায়ার সার্ভিসের কর্মীদের ভেতরে ঢুকতে হয়েছে। এসব কারণে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে।

অন্যদিকে, আগুন নেভানোর সময় ট্রাকচাপায় আহত হওয়ার পর মো. সোহানুজ্জামান নয়ন নামে এক ফায়ার সার্ভিসের কর্মীর মৃত্যু হয়েছে। নিহত ফায়ার ফাইটার সোহানুজ্জামানের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। তিনি তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য ছিলেন।

ভয়াবহ এ অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি অনুসন্ধানে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও আগুনের ঘটনায় নিজ নিজ মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ইতোমধ্যে পৃথক কমিটিও গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ছাড়াও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলো।

আরবি/এইচএম

Link copied!