বুধবার, ০২ এপ্রিল, ২০২৫
স্বরাষ্ট্র উপদেষ্টা

ওবায়দুল কাদেরের বিষয়ে সরকার অবগত নয়

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪, ০৪:২৫ পিএম

ওবায়দুল কাদেরের বিষয়ে সরকার অবগত নয়

ছবি: সংগৃহীত

ওবায়দুল কাদেরের দেশে থাকার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যা জানতে চেয়েছেন সে বিষয়ে সরকার অবগত নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে ঢাকা বিভাগীয় আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে এ কথা বলেন তিনি।  

এসময় তিনি আরও বলেন, ওবায়দুল কাদেরের দেশে থাকা নিয়ে সরকারের কাছে কোনো তথ্য ছিলো না। তবে হত্যা মামলার কোনো আসামির তথ্য পেলেই তাকে গ্রেপ্তার করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত করে বলেন, যারা দোষী না মামলা হলেও তাদের কিছুই হবে না।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের ১৬ এমপিকে আগেই দেশ থেকে ভাগিয়ে দিয়েছেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলকে আবারও অবহিত করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

আরবি/জেআই

Link copied!