বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘নারীরা যত বেশি আর্থিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে, আর্থিকভাবে স্বাবলম্বী হবে, শ্রমশক্তিতে অংশগ্রহণ করবে, দেশও তত উন্নত হবে।’ রোববার রাজধানীর বিদ্যুৎ ভবনে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, ‘এটা প্রশংসনীয় যে, কর্মসংস্থান ব্যাংকের ৩৬ শতাংশই নারী উদ্যোক্তা, যারা আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করছে।’
অনুষ্ঠানে অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার ঋণ বিতরণে নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘নারীরা অর্থনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার ফলে তাদের আর্থিক ভিত্তি মজবুত হবে এবং স্বাধীনতা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে।’
আপনার মতামত লিখুন :