ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

প্রধান উপদেষ্টার বিশেষ দূত হলেন লুৎফে সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৪, ০৮:০৬ পিএম

প্রধান উপদেষ্টার বিশেষ দূত হলেন লুৎফে সিদ্দিকী

ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত নিয়োগ পেয়েছেন লুৎফে সিদ্দিকী। বুধবার (৪ সেপ্টেম্বর) তাকে এ নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত থাকাকালীন তিনি উপদেষ্টা পদমর্যাদার বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বে রয়েছেন শান্তিতে নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

গত ২৮ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মো. মাহফুজ আলমকে (মাহফুজ আব্দুল্লাহ) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়।

আরবি/ এইচএম

Link copied!