ঢাকা শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

জুলাইয়ের গল্প নানা ফরম্যাটে বলে যেতে হবে: ফারুকী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪, ০৪:২২ পিএম

জুলাইয়ের গল্প নানা ফরম্যাটে বলে যেতে হবে: ফারুকী

ছবি, সংগৃহীত

ঢাকা: তীব্র গণ-আন্দোলনের মুখে  গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। গঠিত হয় নোবেলজয়ী ড. মুহাম্মদ উইনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের উপদেষ্টা হয়েছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে এ উপদেষ্টা লাভ ইমোজি দিয়ে জুলাই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে লিখেছেন- 
‍‍`আমাদের বারো মাসই হোক জুলাই।‍‍`  জুলাইয়ের গল্প নানা ফরম্যাটে, নানাভাবে আমাদের বলে যেতে হবে, বলে যেতেই হবে কেন জুলাই ঘটা অবশ্যম্ভাবী হয়ে উঠল। এর আগে ১৫ বছর কি হয়েছিল সেই গল্পগুলোও বলে যেতে হবে।

আজকে বিকাল ৪টায় ‍‍`লাল মজলুম‍‍` নামে একটা দারুণ ইনোভেটিভ থিয়েটার হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে এটি জাতীয় জাদুঘরের সামনে গিয়ে থামবে।

ড. শাহমান মৈশানের নির্দেশনায় এ থিয়েটার পারফরম্যান্সের সঙ্গে যুক্ত হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। ঢাকার বন্ধুদের আমন্ত্রণ বলে জানান সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শেষে তিনি লাভ ইমোজি দিয়ে লিখেছেন ‍‍`আমাদের বারো মাসই হোক জুলাই।‍‍`

আরবি/এস

Link copied!