সোমবার, ৩১ মার্চ, ২০২৫

আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে: আসিফ নজরুল

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০৩:৪৫ পিএম

আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে: আসিফ নজরুল

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে। টাকার জন্য শহীদ পরিবারের অনেকে আগেই মামলা করছে। এটি বন্ধ করতে হবে।

সোমবার (৩০ ডিসেম্বর) দ্বিতীয় ধাপে ঢাকা বিভাগে শতাধিক শহীদ পরিবারকে  আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, জুলাই বিপ্লবে শহীদদের মামলাসহ আইনি সহায়তা দেওয়ার জন্য ৭ দিনের মধ্যে আলাদা সেল গঠন করা হবে।

আসিফ নজরুল আরও বলেন,  ৭ দিনের মধ্যে জুলাই বিপ্লবে শহীদদের মামলাসহ আইনি সহায়তা দেওয়ার জন্য আলাদা সেল গঠন করবে আইন মন্ত্রণালয়।

আরবি/জেআই

Link copied!