ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ভারতে চিন্ময় কৃষ্ণের আইনজীবী

বাংলাদেশে আইনশৃঙ্খলা বলে কিছু নেই, প্রশাসনের চক্ষুশূল চিন্ময়

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০৪:৫০ পিএম

বাংলাদেশে আইনশৃঙ্খলা বলে কিছু নেই, প্রশাসনের চক্ষুশূল চিন্ময়

ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশে আইনশৃঙ্খলা বলে কিছু নেই বলে দাবি করেছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বহিষ্কৃত সংগঠক ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর আইনজীবী রবীন্দ্র ঘোষ।

একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রশাসনের চক্ষুশূল চিন্ময় কৃষ্ণ। বড় সমাবেশ করায় চিন্ময়কৃষ্ণকে ভয় পেয়েছে প্রশাসন। ভয় পেয়ে সন্ন্যাসীর বিরুদ্ধে রাষ্ট্রদোহের মামলা করা হয়েছে বলে দাবি তার।

কিছুদিন আগে ছেলের চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে গিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ। সেখানে আজ সোমবার (১৬ ডিসেম্বর) তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আইনজীবী জানান, ‘বাংলাদেশে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। দুটি সমান্তরাল প্রশাসন চলছে। চিন্ময়কৃষ্ণ কোনও অপরাধ করেননি। ইউনূস প্রশাসনের চক্ষুশূল চিন্ময়কৃষ্ণ। বড় সমাবেশ করায় চিন্ময়কৃষ্ণকে ভয় পেয়েছে প্রশাসন। ভয় পেয়ে সন্ন্যাসীর বিরুদ্ধে রাষ্ট্রদোহের মামলা করা হয়েছে।’

এসময় তিনি চিন্ময় কৃষ্ণের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। এবং চট্টগ্রাম আদালতে কীভাবে তাঁকে হেনস্তা করা হয়েছে, তা তুলে ধরে রবীন্দ্র ঘোষ বলেন, ‘চট্টগ্রাম আদালতে প্রথমে গিয়ে আমি শারীরিক নিগ্রহের শিকার হই। পিছন দিক থেকে ২-১টা ঘুষি দিয়েছে। আমি স্ট্রং। ফাইট করতে পারব। আমি মুক্তিযোদ্ধা। লড়াই চালিয়ে যাব। মৃত্যু তো একদিন হবেই।’

আগামী ২ জানুয়ারি চিন্ময় কৃষ্ণের মামলার শুনানি। ওইদিন মামলার বিষয়ে শুনানি করতে চট্টগ্রামে যাবেন এবং তার জামিন চাইবেন বলে জানান এই আইনজীবী।

সূত্র: সংবাদ প্রতিদিন ও জি নিউজ

আরবি/ এইচএম

Link copied!