ঢাকা রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

তিন পার্বত্য জেলা ভ্রমণে নিষেধাজ্ঞা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৪, ০৫:৫৯ পিএম

তিন পার্বত্য জেলা ভ্রমণে নিষেধাজ্ঞা

ছবি সংগৃহীত

ঢাকা: তিন পার্বত্য জেলা ভ্রমণে নিষেধাজ্ঞা। আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি এই তিন পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে প্রশাসন। রোববার (৬ অক্টোবর) বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি বলেন, নানান কারণে এ সময় পর্যটকদের তিন পার্বত্য জেলায় না আসার অনুরোধ জানানো হচ্ছে।

জেলা প্রশাসকের পক্ষ থেকে পাঠানো এক খুদেবার্তায় জানানো হয়, অনিবার্য কারণবশত পর্যটকদের আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তিন পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

এদিকে, হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব ঘিরে বান্দরবান জেলায় আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্টগুলোতে ১০ থেকে ১৩ তারিখ পর্যন্ত কয়েক দিনের টানা বুকিং ছিল পর্যটকদের। ভ্রমণের জন্য ট্যুরিস্ট গাড়িও আগাম বুকিং করেছিলেন পর্যটকরা। হঠাৎ সিদ্ধান্তে বুকিং বাতিল হলে পর্যটন সংশ্লিষ্টরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন।

উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর ও ১ অক্টোবর খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অনেক ঘরবাড়ি ও দোকানপাটে হামলার ঘটনা ঘটে।
 

আরবি/এস

Link copied!