সুপারশপ স্বপ্ন-কে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া গুজব ছড়িয়েছে একটি কুচক্রী মহল। মহলটি ফেসবুক পোস্টে লিখেছে, ইসকনকে টাকা দেয় ‘স্বপ্ন’ সুপারশপসহ আরও একটি প্রতিষ্ঠান। এই বিষয়টি স্বপ্ন কর্তৃপক্ষের নজরে আসায় অপপ্রচারের বিষয়ে জিডি করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এই জিডি দায়ের করা হয়। জিডি নং- ১৭৭৫। আইনি সহায়তা নেবার পর পোস্টটি মুছে ফেলেন চক্রটি।
স্বপ্ন`র ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, এই ধরনের ভুয়া গুজব থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। স্বপ্ন একটি মানবিক ব্র্যান্ড এবং দেশীয় প্রতিষ্ঠান। গ্রাহকদের ভালোবাসা নিয়ে স্বপ্ন সামনে এগিয়ে যাচ্ছে। স্বপ্ন`র সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে কিছু চক্র। আমরা তাদের সতর্ক করছি। সামনে এমন অনাকাঙ্খিত কিছু আমরা দেখবো না বলেও আশা করছি। এরপরও কিছু সামনে আসলে আইনি পদক্ষেপ নেবার পাশাপাশি উপযুক্ত শাস্তিরও ব্যবস্থা করা হবে।
আপনার মতামত লিখুন :