বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

ট্রেনের টিকিটে বাসে যাত্রা!

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৫, ০৯:৪৭ এএম

ট্রেনের টিকিটে বাসে যাত্রা!

ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে দেশের বিভিন্ন স্থানে রেল যোগাযোগে সমস্যা সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে, সরকার গুরুত্বপূর্ণ রেল রুটগুলোতে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে আজ ২৮ জানুয়ারি ২০২৫ থেকে সারাদেশে রেল যোগাযোগে সমস্যা দেখা দিয়েছে। এ কারণে রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটগুলোতে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা রেলওয়ে স্টেশন এবং বিমান বন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া এবং ময়মনসিংহগামী যাত্রীরা তাদের ক্রয়কৃত রেল টিকিটের মাধ্যমে বিআরটিসি বাস সার্ভিসে ভ্রমণ করতে পারবেন এবং এই রুটগুলো থেকে ঢাকাতে ফিরতে পারবেন।

এছাড়া, বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে।’

আরবি/এফআই

Link copied!