নতুন রুটে ঢাকা থেকে খুলনা এবং ঢাকা থেকে বেনাপোল ট্রেনের ট্রায়াল ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২৪ নভেম্বর যাত্রীবাহী ট্রেন নিয়ে হয়ে যায় ট্রায়াল রান।
বর্তমানে প্রস্তুত পদ্মা রেল লিংকের পুরো লাইন। আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে নতুন রুটে ট্রেন যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। এতে মাত্র সাড়ে তিন ঘণ্টায় খুলনা থেকে ঢাকায় যাতায়াত করা সম্ভব হবে।
রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রস্তাবনা অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে এই রুটে নতুন একটি ট্রেন যাত্রা করবে। ট্রেনটি প্রতিদিন খুলনা থেকে যশোরের সিঙ্গিয়া, নড়াইল, মধুমতি সেতু, গোপালগঞ্জের কাশিয়ানি এবং ভাঙা হয়ে ঢাকায় আসবে।
এরপর ট্রেনটি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল যাবে। বেনাপোল থেকে একই রুটে আবার ঢাকায় আসবে ট্রেনটি। এরপর বিকেল আবার ঢাকা থেকে নড়াইলের একই রুট ধরে যাবে খুলনায়। এতে করে ৩৭৬ কিলোমিটারের পথ থেকে কমে হয়ে যাবে ২০৮ কিলোমিটার।
আপনার মতামত লিখুন :