তিন দফা নিয়ে অনশনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে যাত্রা শুরু করেছেন। তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছয় শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশ নিয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ক্যাম্পাস থেকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। তারা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সচিবালয়ের সামনে অবস্থান করবেন এবং সেখানে আমরণ অনশনে বসবেন।
এর আগে, দুপুর ২টায় সেনাবাহিনীকে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের বিষয়ে সচিবালয় থেকে একটি চিঠি ইস্যু করা হয়। এই চিঠির পর অনশনরত শিক্ষার্থীরা তিনটি দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো-
১. সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে সই করতে হবে। প্রয়োজনে বিশেষ বৈঠকের মাধ্যমে তা শেষ করতে হবে এবং ভিজ্যুয়ালি সবার সামনে তা উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীরা অনশনে থাকা অবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার নিয়ে তা প্রকাশ করতে হবে। কয়েক মাস সময় নেওয়ার নাম করে কোনো প্রকার দীর্ঘসূত্রতার বন্দোবস্ত করা চলবে না।
২. পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে।
৩. যতদিন পর্যন্ত আবাসন ব্যবস্থা না হয়, ততদিন ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, আমাদের এই কার্যক্রম শিক্ষার্থীদের আন্দোলনের ফলেই আরও সহজ ও ত্বরান্বিত হয়েছে। আমাদের কাজ অনেকটা এগিয়ে গেছে। প্রকল্পের অবস্থাও বৈঠকে বিশ্লেষণ করা হবে। এরপর একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আমাদের দাবির অন্যান্য বিষয় নিয়ে সভায় আলোচনা করবো।
আপনার মতামত লিখুন :