ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

সাভারে দুই বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে আগুন, পুড়ে নিহত ৪

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০৮:১৯ এএম

সাভারে দুই বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে আগুন, পুড়ে নিহত ৪

ছবি: সংগৃহীত

রাজধানীর সাভারে দুর্ঘটনার কবলে পড়ে ঢাকা-আরিচা মহাসড়কে একটি অ্যাম্বুলেন্স ও দুইটি বাসে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চার জন ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, নিহতদের মধ্যে এক শিশু, দুই নারী ও এক পুরুষ রয়েছেন। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

দুর্ঘটনার সময় উপস্থিত যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজককে আঘাত করে। তখনই পেছনে আসা ঢাকাগামী ঝমুর পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয় এবং এতে আগুন লেগে যায়। এরপর আরেকটি দ্রুতগামী বাস শ্যামলী পরিবহন, এই দুটি গাড়িকে ধাক্কা দেয় এবং তাতেও আগুন লেগে যায়। এতে বাসের যাত্রীরা জীবন বাঁচাতে সেগুলি থেকে নেমে পড়েন এবং অন্তত ১৫ জন আহত হন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন এবং অ্যাম্বুলেন্সের ভেতর থেকে পুড়ে যাওয়া চারজনের মরদেহ উদ্ধার করেন।

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

আরবি/এফআই

Link copied!