ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
কোটা আন্দোলনে হত্যা

তদন্তে ঢাকায় আসবে জাতিসংঘ প্রতিনিধিদল: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৪, ০১:৫৪ পিএম

তদন্তে ঢাকায় আসবে জাতিসংঘ প্রতিনিধিদল: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতের ঘটনায় তদন্তে সহযোগিতা করতে জাতিসংঘের প্রতিনিধিদল আগামী সপ্তাহে ঢাকায় আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। আন্দোলন দমাতে সরকারের পুলিশ, ডিবি, র্যাব, বিজিবি ও ছাত্রলীগের হাতে প্রায় ১ হাজার আন্দোলনকারী নিহত হয়েছেন।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃংখলা পরিস্থিতির উন্নতি এবং খাদ্য উৎপাদন ঠিক রাখা আমাদের প্রধান অগ্রাধিকার।

তিনি আরও বলেন, আগামী সপ্তাহে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতের ঘটনায় তদন্তে সহযোগিতা করতে জাতিসংঘের প্রতিনিধিদল ঢাকায় আসবে।তারা আসার পর ঠিক হবে কিভাবে বাংলাদেশের তদন্ত দলকে সসহযোগিতা ককরবে তারা। বর্তমান পরিস্থিতিতে সব রকম সহোগিতার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলন, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সহযোগিতা আরো বৃদ্ধি করতে সহযোগিতা চাওয়া হয়েছে।

আরবি/জেআই

Link copied!