প্রবল বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুরসহ অন্তত ১১টি জেলা। এসব জেলার ৭৭টি উপজেলা প্লাবিত হয়েছে।
ভয়াবহ এ পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনেক প্রতিষ্ঠান তাদের কর্মীদের অন্তত একদিনের বেতনের অর্থ অনুদান হিসেবে দিচ্ছেন।
এরই ধারাবাহিকতায় এবার বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারী বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। ইউএস-বাংলার পাইলট, ইঞ্জিনিয়ার, কেবিন ক্রুসহ সকল কর্মকর্তা-কর্মচারী আগস্ট মাসের বেতনের একদিনের সমপরিমান অর্থ বন্যার্তদের জন্য দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
শনিবার (২৪ আগস্ট) এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, যেকোনো প্রাকৃতিক বিপর্যয়কালীন সময়ে ইউএস-বাংলা পূর্বের ন্যায় এবারও দেশের জনগনের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ। এখানে উল্লেখ্য ইউএস-বাংলা এয়ারলাইন্সে তিন হাজারের অধিক দেশী-বিদেশী কর্মকর্তা কর্মচারী রয়েছেন।
আপনার মতামত লিখুন :