ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

ঢাকা সফরে আসবে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪, ০৫:৫৮ পিএম

ঢাকা সফরে আসবে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল

ছবি : রূপালী বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ। এ সময় তিনি জানান, কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে।

সফরে কী কী বিষয়ে আলোচনা হতে পারে তা নিয়ে আজ আলোচনা হয়। বুধবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, তারা পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেছেন। অন্তর্বর্তী সরকার এ পর্যন্ত যেসব সংস্কার উদ্যোগ নিয়েছে সে বিষয়ে কথা বলেছেন ড. ইউনূস।

তিনি হেলেন লাফেভের সঙ্গে আলাপে উল্লেখ করেছেন, ছয়টি বড় সংস্কার কমিশন ইতোমধ্যে তাদের কাজ শুরু করেছে এবং তারা দেশের স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করবে।

আরবি/ এইচএম

Link copied!