ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৪, ১২:৪৭ পিএম

বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

বাংলাদেশকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ঢাকা সফরত মার্কিন প্রতিনিধিদল।

রোববার (১৫ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের সময় মার্কিন প্রতিনিধিদল এ সহায়তার কথা জানান।

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট থেকে এ তথ্য জানা যায়।

পোস্টে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতকালে বাংলাদেশের মানুষের কল্যাণে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রতিষ্ঠান গঠন ও উন্নয়ন সহযোগিতার বিষয়ে নিশ্চিত করেছে মার্কিন প্রতিনিধিদল।

এতে আরও বলা হয়, যেহেতু বাংলাদেশ আরও ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাইছে, যুক্তরাষ্ট্র সেই প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত।

আরবি/জেআই

Link copied!