ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

ইতালিতে বাংলাদেশ সমিতি ইউরো মেডিতেররানেয়ার উদ্যোগে বিজয় দিবস পালিত

ইতালি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪, ০৩:৪০ পিএম

ইতালিতে বাংলাদেশ সমিতি ইউরো মেডিতেররানেয়ার উদ্যোগে বিজয় দিবস পালিত

ছবি: রূপালী বাংলাদেশ

 

ইতালি‍‍`র পালেরমোতে বাংলাদেশ সমিতি ইউরো মেডিতেররানেয়ার উদ্যোগে-PALERMO PIAZZA NOCE BANGLA SCHOOL এর ছাত্রছাত্রীদের নিয়ে বাংলাদেশের সংস্কৃতি, শিক্ষামূলক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনীর মধ্যদিয়ে অত্যন্ত আনন্দ উল্লাসের সাথে উদযাপিত হলো ১৬ ডিসেম্বর বিজয় দিবস।

সমিতির সভাপতি কাওছার আহমদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের জিলানীর সঞ্চালনায় সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও দেশাত্মবোধক সংগীত পরিবেশন করা হয়। শিশু কিশোরদের নৃত্য পরিবেশন উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

বিজয়ের উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা. মো. আব্দুল মমিন মোল্লা, উপদেষ্টা. আকবর হসেন মাসুদ আকন, সিনিয়র সহসভাপতি আমিরুল হোসেন সরকার, সহ সভাপতি মোহাম্মেদ আলাউদ্দিন (দুলাল), সাংগঠনিক সম্পাদক বুরহা উদ্দিন, কোষাধক্ষ মাহবুবুর রহমান তালুকদার, ১নং নির্বাহী সদস্য এসএম আজহারুল হক, নির্বাহী সদস্য আমজাদ হোসেন, সহ-প্রচার সম্পাদক মো. বদিউল আলম, পালেরমো দ্রুবতারর সভাপতি নাজমুল হোসেন।

অনুষ্ঠানে বিজয়ের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, পিয়াজ্জা নসে বাসীর পক্ষ থেকে  কাউন্সিলর Salvo Altadonna, স্কুলের পরিচালক শহিদ হোসাইন (রিফাত) ও প্রধান শিক্ষিকা শিউলি আক্তার, উপস্থিত ছিলেন সহকারী শিক্ষিকা হাফসা আক্তার, সহকারী শিক্ষিকা তাহমিনা আক্তার জোনাকীসহ ছাত্রছাত্রীদের অভিভাবকগণ ও পালেরমোবাসী।

এমন সুন্দর আয়োজনের জন্য উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দরা আয়োজকদের ধন্যবাদ জানান এবং "সমিতির" এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সমিতির সাথে থাকার আগ্রহ পোষন করেন।

পরিশেষে বিজয় দিবসের উপর শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের পুরস্কার বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরবি/জেডআর

Link copied!