মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৯:৪০ পিএম

banner

সৌদিতে যাচ্ছেন না ভিনিসিয়াস ও রদ্রিগো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৯:৪০ পিএম

সৌদিতে যাচ্ছেন না ভিনিসিয়াস ও রদ্রিগো

ছবি: ইন্টারনেট

সৌদি আরবের প্রো-লিগের ক্লাবে যাচ্ছেন না ব্রাজিলিয়ান সুপার স্টার ভিনিসিয়াস জুনিয়র। স্প্যানিশ তারকা রদ্রিগোও একই পথে হাঁটছেন। মোট অঙ্কের অর্থের লোভনীয় প্রস্তাব দেওয়া হলেও সৌদি ক্লাবকে না করে দিয়েছেন তারা। আল হিলাল থেকে নেইমার চলে গেছেন। এবার রদ্রিগোকে দিয়ে তার শূন্যস্থান পূরণ করতে চেয়েছিল ক্লাবটি। কিন্তু ভিনিয়াসের মতো এই তারকা ফুটবলারও রিয়াল মাদ্রিদেই থাকছেন। 

স্প্যানিশ সংবাদমাধ্যম জানায়, মৌসুমে ২০ কোটি ইউরো পারিশ্রমিকে ভিনিসিয়াসকে পাঁচ বছরের জন্য কিনতে চায় সৌদি আরবের ক্লাব। কোন ক্লাব, তা নিশ্চিত না হওয়া গেলেও জানা গিয়েছিল- আল আহলি, আল নাসর ও আল হিলাল এর মধ্যে রয়েছে। এই পারিশ্রমিকের পাশাপাশি দলবদলের ফি হিসেবেও ৩০ কোটি ইউরো দেওয়ার কথা বলা হয়েছিল। 

সব মিলিয়ে ১৩০ কোটি ইউরোর (১৬ হাজার ৪৪৮ কোটি টাকা প্রায়) প্রস্তাব। পারিশ্রমিকে ১০০ কোটি ইউরো (প্রায় ১২ হাজার ৬৫৩ কোটি টাকা), দলবদল ফি হিসেবে বাকি ৩০ কোটি। অন্যদিকে, রদ্রিগোর জন্য আল হিলালের প্রস্তাব দেওয়ার খবর জানা গেছে গত শুক্রবার। 

স্পেনের টিভি ‘এল চিরিনগুইতো’ জানিয়েছে, ৩০ কোটি ইউরোর (৩ হাজার ৭৯৫ কোটি টাকা প্রায়) একটি প্যাকেজ প্রস্তাব দেওয়া হয়েছে রদ্রিগোর জন্য। তাকে প্রতি মৌসুম ১৪ কোটি ইউরো (১ হাজার ৭৭১ কোটি টাকা প্রায়) বেতন দিতে চায় আল-হিলাল। 

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ নিশ্চিত করেছে, সৌদি প্রো লিগের ক্লাবটির কাছ থেকে রিয়াল ৩০ কোটি দলবদল ফির প্রস্তাব পেয়েছে। আর চিরিনগুইতোর সাংবাদিক এদু আগুয়েরে ‘এল চিরিনগুইতো দে জুগোনেস’ অনুষ্ঠানের সর্বশেষ পর্বে বলেছেন, ব্রাজিলের তারকা রদ্রিগোর জন্য ‘আরবের পরিকল্পনাটা হলো রিয়াল মাদ্রিদকে ৩০০ মিলিয়ন ইউরো (৩০ কোটি ইউরো) এবং রদ্রিগোকে দেওয়া হবে ১৪০ মিলিয়ন ইউরো (১৪ কোটি ইউরো)।’

তবে ঠিক কত মৌসুমের জন্য রদ্রিগোকে কিনতে চায় আল-হিলাল, তা জানা যায়নি। এক মৌসুমের পারিশ্রমিক আমলে নিয়ে এটুকু বলা যায়, রদ্রিগোর জন্য ৪৪ কোটি ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছে। রিয়াল এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, না বলেছেন রদ্রিগো নিজেও। 

মার্কার প্রতিবেদনে দাবি করা হয়, সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার কোনো ইচ্ছাই নেই রদ্রিগোর। এমনকি সেটা জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া পারিশ্রমিকের বিনিময়েও নয়। রিয়ালে রদ্রিগোর বর্তমান চুক্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত। তার রিলিজ ক্লজ ১০০ কোটি ইউরো। 

রিয়াল কোচ কার্লো আনচেলত্তি এ নিয়ে বলেছেন, ‘খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে কিছু বলা আমার জন্য কঠিন। কারণ, এগুলো তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আমি যেটা বুঝি, এখানে যারা আছে, সবাই সুখী এবং এখানে থাকতে চায়।’ সেই সুখটা টের পাওয়া গেল ভিনিসিয়াসের কথায়ও। 

রিয়ালের হয়ে শততম গোল পেরিয়ে যাওয়ার পর ক্লাবটির টিভি চ্যানেলের সঙ্গে কথা বলেছেন ব্রাজিল তারকা। সেখানেই উঠে এসেছে রিয়াল নিয়ে তার চিন্তা-ভাবনা। 

তার আগে অবশ্য সংবাদ সম্মেলনে সৌদি আরব থেকে আসা প্রস্তাবের বিষয়ে ভিনির কোর্টে বল ঠেলে দিয়েছিলেন কোচ আনচেলত্তি, ‘ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা আছে। কিন্তু আমার মনে হয়, খেলোয়াড়টি (ভিনি) সুখী এবং এখানে থেকে রিয়ালের হয়ে ট্রফি জেতায় উৎসাহী। সে গৌরবের পেছনে ছুটতে চায় বলে আমি মনে করি।’ 

ভিনি যে গৌরবের পেছনেই ছুটতে চান, সেটা বোঝা গেল রিয়াল মাদ্রিদ টিভিকে বলা একটি কথায়, ‘১০০ গোল করে ক্লাবের ইতিহাসের অংশ হতে পারাটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। ২৪ বছর বয়সের মধ্যে সাত মৌসুম কাটিয়ে দিলাম। ইতিহাস গড়তে পারাটা আমার ও আমার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ। আশা করি আরও অনেক বছর এখানে থাকতে পারব।’

রূপালী বাংলাদেশ

Link copied!