ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

সেচ্ছাসেবক লীগ নেতা শেখ জামাল আটক

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৪, ১১:২৯ এএম

সেচ্ছাসেবক লীগ নেতা শেখ জামাল আটক

ছবি: সংগৃহীত

সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা, কন্টেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক শেখ জামালকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (২৩ অক্টোবর) দিনগত  রাত দুইটার দিকে রাজধানীর মগবাজারস্থ গ্রিনওয়ের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।

তারা বাসার দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে দীর্ঘ সময় তল্লাশির পর তাকে আটক করে নিয়ে যায় ডিবি।

ভাড়ার বাসাটিতে শেখ জামাল একাই থাকতেন। সরকার পতনের পর সে আওয়ামী লীগ ও দলের অঙ্গসংগঠনের পক্ষে এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনামূলক নানা পোস্ট দিয়ে আসছিলেন। ৫ আগস্টের ঘটনায় আলাদা দুটি হত্যা মামলা রয়েছে তার বিরুদ্ধে।

আরবি/ এইচএম

Link copied!