ঢাকা রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

ঢাকাকে সংস্কৃতি চর্চার কেন্দ্রবিন্দু করতে চাই: উপদেষ্টা নাহিদ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ১০:৪৬ পিএম

ঢাকাকে সংস্কৃতি চর্চার কেন্দ্রবিন্দু করতে চাই: উপদেষ্টা নাহিদ

ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ঢাকাকে বহু সাংস্কৃতিক ও ভাষা চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত করার পরিকল্পনা রয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে এবারের উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এই উৎসবে ৯টি বিভাগে ৭৫টি দেশের মোট ২২০টি সিনেমা প্রদর্শিত হবে।

এবার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী আয়োজন শুরু হয় জলের গানের মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে। বাংলাদেশের সবচেয়ে বড় এই চলচ্চিত্র উৎসবের এবারের থিম হলো ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’।

শনিবার এ উৎসবের উদ্বোধন ঘোষণা করে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সরকার বাংলাদেশের সিনেমাকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরার জন্য কাজ করছে। এ বছর উৎসবের কান্ট্রি ফোকাস হিসেবে থাকবে চীন।

গত কয়েক বছরের মতো এবারের উৎসবে মাস্টারক্লাস এবং উইমেন ফিল্ম মেকারস কনফারেন্সের আয়োজন থাকবে। পাশাপাশি, জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে বিশেষ চলচ্চিত্র ও চিত্রকর্ম প্রদর্শনীও থাকবে। উৎসবে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে এবছর প্রদর্শিত হয়েছে চীনের চিউ ঝ্যাং পরিচালিত ‘মুন ম্যান’। ৯ দিনব্যাপী চলা এই উৎসবটি ১৯ জানুয়ারি সমাপ্ত হবে।

আরবি/এফআই

Link copied!