লেখক ও রাজনীতি বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, ‘ফ্যাসিস্ট রাষ্ট্রপতি বাতিল করে পূর্ণাঙ্গ অন্তর্বর্তীকালীন সরকার চাই। কোনো সেনা সমর্থিত সরকার আমরা চাই না।’
শুক্রবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে সেন্টার ফর ডেমোক্রেসি ইন পিস স্টাডিজের উদ্যোগে ‘দুর্নীতি ও রাষ্ট্রপতি বা সংস্কার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।
বিএনপি রাষ্ট্রপতির অপসারণ কেন চায় না প্রশ্ন তুলে ফরহাদ মজহার বলেন, ‘বিএনপিকে দ্বায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, কিন্তু কেন বিএনপি রাষ্ট্রপতি অপসারণ করতে চায় না, এটি এখন বড় প্রশ্ন।’
তিনি বলেন, ‘দিল্লির আগ্রাসন না চাইলে এই সংবিধানের নির্বাচন দেয়া যাবে না। করতে হবে নতুন সংবিধান এবং যেখানে জনগণের অভিপ্রায় উঠে আসবে।’
এসময় তিনি দেশব্যাপী রাজনৈতিক বিকেন্দ্রীকরণের প্রতি গুরুত্বারোপ করেন।
আপনার মতামত লিখুন :