বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

সাবেক ডেপুটি গভর্নরকে নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৫, ০১:৩৯ পিএম

সাবেক ডেপুটি গভর্নরকে নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর লকার থেকে বিপুল পরিমাণ স্বর্ণ, বিদেশি মুদ্রা ও অর্থ উদ্ধার করার পর, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। যেখানে তিনি বলেন, এস কে সুর ব্যাংকের রক্ষক হিসেবে দায়িত্ব পালন না করে, বরং ভক্ষকের ভূমিকায় ছিলেন।

জানা গেছে, গতকাল রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় প্রায় ছয় ঘণ্টার অভিযান শেষে দুদকের সাত সদস্যের দল লকারগুলো খুলতে পারে। এরপর দুদকের পরিচালক (উপসচিব) কাজী সায়েমুজ্জামান জানিয়েছেন, এস কে সুরের লকারগুলো থেকে ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার, ১ হাজার ৫ গ্রাম স্বর্ণ এবং ৭০ লাখ টাকার এফডিআর পাওয়া গেছে।

এ বিষয়ে আইন উপদেষ্টা একই দিন রাতে দেওয়া তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘বাংলাদেশ ব্যাংকের লকারে পাওয়া গেছে ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩০০ ডলার, ৭০ লাখ টাকার এফডিআর এবং প্রায় ১ কেজি সোনার অলংকার, যার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। পুরো তদন্ত সম্পন্ন হলে আরও অনেক কিছু উদ্ধার হতে পারে। অভিযোগ উঠেছে, রক্ষক না হয়ে তিনি ছিলেন ভক্ষকের ভূমিকা পালনকারী।’

আরবি/এফআই

Link copied!