ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

বেগম খালেদা জিয়ার চিকিৎসক প্যাট্রিক কেনেডি আসলে কে?

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০৯:৫৭ এএম

বেগম খালেদা জিয়ার চিকিৎসক প্যাট্রিক কেনেডি আসলে কে?

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চিকিৎসার তত্ত্বাবধানে রয়েছেন বিশ্বের খ্যাতনামা লিভার বিশেষজ্ঞ অধ্যাপক প্যাট্রিক কেনেডি। লন্ডন ক্লিনিকের ওয়েবসাইট এবং আন্তর্জাতিক বিভিন্ন সূত্র অনুযায়ী, অধ্যাপক প্যাট্রিক কেনেডি লিভারের বিশেষজ্ঞ হিসেবে বৈশ্বিক পরিসরে সুপরিচিত।

অধ্যাপক প্যাট্রিক কেনেডি একজন লিভার বিশেষজ্ঞ এবং ফিজিশিয়ান কনসালট্যান্ট। তিনি দীর্ঘদিন ধরে লিভারের ভাইরাসজনিত রোগ, বিশেষ করে ক্রনিক হেপাটাইটিস বি (সিএইচবি) নিয়ে কাজ করছেন। ইউনিভার্সিটি কলেজ ডাবলিন থেকে প্রশিক্ষণ শেষে লন্ডনে পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণ সম্পন্ন করেন। ২০০৯ সালে তিনি বার্টস অ্যান্ড দ্য লন্ডন স্কুল অব মেডিসিন অ্যান্ড ডেন্টিস্ট্রিতে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে যোগ দেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর একজন বিশেষজ্ঞ উপদেষ্টা হিসেবে কাজ করার পাশাপাশি তিনি ইউরোপীয় লিভার রিসার্চ অ্যাসোসিয়েশনের এইচবিভি ক্লিনিক্যাল প্র্যাকটিস গাইডলাইন কমিটির সদস্য। তিনি ইউনাইটেড কিংডম অ্যাডভাইজরি প্যানেলের (ইউকেএপি) সদস্য হিসেবে রক্তের ভাইরাসজনিত রোগের বিষয়ে বিশেষজ্ঞ মতামত প্রদান করেন।

প্রফেসর কেনেডি ২০০টিরও বেশি গবেষণাপত্র প্রকাশ করেছেন, যার মধ্যে ৯০টির বেশি পিয়ার রিভিউড আর্টিকেল রয়েছে। তিনি হেপাটোগ্যাস্ট্রোএন্টারোলজি বিষয়ে একটি বই সম্পাদনা করেছেন এবং তাঁর গবেষণার মূল লক্ষ্য লিভার রোগের চিকিৎসায় নতুন থেরাপি উদ্ভাবন করা।

এছাড়া প্রফেসর কেনেডি পেশাদার ক্রীড়াবিদ ও প্রিমিয়ার লিগ ফুটবল ক্লাবগুলোর লিভার রোগ বিশেষজ্ঞ হিসেবে পরামর্শ দেন। তিনি “এইচবিভি অ্যান্ড মি” নামে একটি অ্যাপও তৈরি করেছেন, যা রোগীদের সঙ্গে যোগাযোগ সহজতর করে স্বাস্থ্যসেবা উন্নত করার লক্ষ্যে কাজ করে।

লন্ডন ক্লিনিকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, প্রফেসর কেনেডির প্রথম পরামর্শের ফি ৩৫০ পাউন্ড (প্রায় ৫২,৫০০ টাকা) এবং ফলোআপের জন্য ২৫০ পাউন্ড (প্রায় ৩৭,৫০০ টাকা) ফি নির্ধারিত রয়েছে।

বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, প্রফেসর প্যাট্রিক কেনেডির নেতৃত্বে তাঁর চিকিৎসা শুরু হয়েছে। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি ও ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন।

বাংলাদেশ সময় গতকাল বুধবার বেলা ৩টার দিকে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি হিথরো বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তাঁকে লন্ডন ক্লিনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রফেসর কেনেডি ও তাঁর চিকিৎসক দল খালেদা জিয়ার বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে তাঁর চিকিৎসা শুরু করেছেন।

আরবি/এফআই

Link copied!