ঢাকা: উপদেষ্টাদের আশ্বাসের পর প্রায় ১৫ ঘণ্টা ধরে চলা সড়ক অবরোধ তুলে নিয়ে মধ্যরাতে হাসপাতালে ফিরেছেন জুলাই-আগস্ট আন্দোলনের আহতরা। দীর্ঘ অপেক্ষার পর বুধবার রাত আড়াইটায় আইন, মৎস্য ও প্রাণিসম্পদ এবং স্থানীয় সরকার উপদেষ্টা নিটোর হাসপাতালের সামনে এসে আন্দোলনরতদের সঙ্গে কথা বলেন। এছাড়া প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারীও সেখানে উপস্থিত ছিলেন। উপদেষ্টারা আহতদের উন্নত চিকিৎসার প্রতিশ্রুতি দেন এবং তাদের দাবির প্রতি সমর্থন জানান।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, "আমাদের ঘাটতি থেকে শিক্ষা নিচ্ছি। আপনারা যে কষ্ট পাচ্ছেন, তা আমরা বুঝতে পারছি।" মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার আশ্বাস দিয়ে বলেন, "আমরা আমাদের কথা রাখবো। যদি ব্যর্থ হই, আপনারা যা করবেন, তা মেনে নেবো।"
আন্দোলনরতদের সঙ্গে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ২টায় সচিবালয়ে বৈঠকের সময় নির্ধারণ করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। বৈঠকে আহতদের উন্নত চিকিৎসার জন্য করণীয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের কথা জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :