সচিবালয়ে অগ্নিকাণ্ড নেভানোর সময় কাভার্ডভ্যানের ধাক্কায় আহত ফায়ার সার্ভিসের কর্মী মো. সোহানুজ্জামান নয়ন মারা গেছেন। তেজগাঁও ফায়ার টিমের এই কর্মী দুই বছর ধরে ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে।
বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, রাস্তা পার হওয়ার সময় নয়ন দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় আহত হন। ঢাকা মেডিকেলে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া, আরেক কর্মীর পা কেটে গেলেও তার অবস্থা গুরুতর নয়।
কাভার্ডভ্যানচালককে ঘটনাস্থল থেকে পালানোর সময় শিক্ষার্থীরা আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেছেন। উত্তেজিত জনতাকে সেনাসদস্যরা শান্ত করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আপনার মতামত লিখুন :