ঢাকা: ঢাকার কেরানীগঞ্জে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলার রোহিতপুর ইউনিয়নের রোহিতপুর বোর্ডিং মার্কেটের একটি রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম রাজু জানান, মার্কেটের একটি বিরিয়ানির দোকানে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।
স্থানীয় রিফাত নামে এক ব্যক্তি জানান, সন্ধ্যার পরে বোডিং মার্কেট এলাকায় চলমান একটা ট্রাক একটি ভ্যান গাড়িকে ধাক্কা দিলে, ভ্যান গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি হোটেলের চুলায় গিয়ে পড়ে। এতে চুলার পাশে থাকা গ্যাস সিলেন্ডারটির বিস্ফোরণ ঘটে আশপাশের চার পাঁচটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং তিনজনের মরাদেহ উদ্ধার করে।
কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার মো. কাজল মিয়া জানান, রোহিতপুর বোর্ডিং মার্কেট এলাকার বিরিয়ানির দোকানের আগুনে এখন পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশে থাকা আরও কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছিল। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি এবং প্রাথমিকভাবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাও নিশ্চিত করা যায়নি বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :