গুমের অভিযোগে অভিযুক্ত ২০ জন সেনা ও পুলিশ কর্মকর্তার পাসপোর্ট স্থগিত এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ১৫ ডিসেম্বর উপসচিব মো. কামরুজ্জামানের সই করা প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর ও এসবির অতিরিক্ত আইজিপিকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা কর্মকর্তারা হলেন
র্যাবের সাবেক ডিজি মোখলেছুর রহমান, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও বেনজীর আহমেদ, র্যাবের সাবেক এডিজি জিয়াউল আহসান, সিটিটিসির প্রধান (পলাতক) মনিরুল ইসলাম, ডিবির প্রধান হারুন অর রশীদসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।
এর আগে ২২ জন সেনা কর্মকর্তা ও ২ পুলিশ কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল।
আপনার মতামত লিখুন :