ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

জলবায়ু রক্ষায় তরুণদের আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান ড. ইউনূসের

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ১০:০৮ এএম

জলবায়ু রক্ষায় তরুণদের আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান ড. ইউনূসের

প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

ঢাকা: জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধে তরুণদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজারবাইজানের বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের ফাঁকে তিনি বলেন, তরুণদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে পরিবেশ রক্ষার উদ্যোগ ছড়িয়ে দেওয়া জরুরি।

ড. ইউনূস জলবায়ু পরিবর্তনকে ঘরে আগুন দেওয়ার সঙ্গে তুলনা করে বলেন, "এটি ধনী-গরিবের বিষয় নয়, কারণ ঘর একটাই, পৃথিবী একটাই।" এছাড়া তিনি প্রতিদিনের জীবনে ফসিল ফুয়েল ব্যবহার কমিয়ে আনার পরামর্শ দিয়ে বলেন, "একসময় এসে এটি শূন্যে নেমে যাবে, এবং পৃথিবী বদলে যাবে।"

রূপালী বাংলাদেশ

Link copied!