ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

জাতীয় পার্টির সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০১:৫৭ এএম

জাতীয় পার্টির সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী

ঢাকা: সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার মধ্যরাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস রূপালী বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।

সোমবার রাতে উত্তরা থেকে যৌথ অভিযানে জাতীয় পার্টির সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরী’কে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে র‍্যাব-১ ও র‍্যাব-৯। জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহইয়া চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়।

ইয়াহইয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সংসদে তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

চলতি বছরের জানুয়ারিতে ইয়াহিয়া চৌধুরীকে জাতীয় পার্টির সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!