রাজধানীর সচিবালয়ে আগুন নেভানোর মিশনে থাকা ফায়ার সার্ভিসের এক কর্মী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৩টা ১৫ মিনিটের দিকে সচিবালয়ের দক্ষিণ দিকের ১ নম্বর ফটকের সামনের রাস্তায়। আহত কর্মী সোহানুর পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, সোহানুর বিকল্প পানির ব্যবস্থা করতে পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক এসে তাকে ধাক্কা দেয়। ঘটনার পর তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক।
আপনার মতামত লিখুন :