ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪

তাবলিগ জামাতের সমাবেশ রাজনৈতিক শোডাউন বলে মন্তব্য সাদপন্থিদের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০৮:৩৬ পিএম

তাবলিগ জামাতের সমাবেশ রাজনৈতিক শোডাউন বলে মন্তব্য সাদপন্থিদের

ছবি: রূপালী বাংলাদেশ

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের অনুসারীদের সমাবেশকে "রাজনৈতিক শোডাউন" বলে উল্লেখ করেছেন দিল্লির মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভীর অনুসারীরা। আজ মঙ্গলবার মাওলানা সাদকে বাংলাদেশে প্রবেশ করতে না দেওয়ার বিষয়ে জুবায়েরপন্থিদের বক্তব্যের প্রেক্ষিতে সাদপন্থিদের মিডিয়া সমন্বয়ক মো. আবু সায়েম এই প্রতিক্রিয়া জানান।

আবু সায়েম বলেন, “এটা নিছক একটি রাজনৈতিক শোডাউন। সামনে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও মাদ্রাসার ছাত্রদের সমাবেশে জড়ো করে তারা সরকারকে চাপে ফেলতে চাইছে। তাবলিগের মোবারক মেহনতের সঙ্গে ছাত্রদের এই ধরনের সম্পৃক্ততা নেই।” তিনি দাবি করেন যে, জুবায়েরপন্থিরা রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে এমন সমাবেশ আয়োজন করছে।

তিনি আরও বলেন, “আমরা মূল ধারার মেহনত করি এবং কাউকে হুমকি দেওয়ার উদ্দেশ্য নেই। তারা যে আমাদের ইজতেমা করতে দেবে না বা কাকরাইল মসজিদে প্রবেশ করতে দেবে না, এসব ফাঁকা বুলি মাত্র। কারণ সরকার দুই পক্ষের জন্য সময় ভাগ করে দিয়ে বিষয়টির সমাধান করেছে। মীমাংসিত বিষয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়া সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়।”

এদিকে, বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে সাদপন্থি আলেমরা একটি সংবাদ সম্মেলন করবেন বলে ঘোষণা করা হয়েছে। হক্কানী উলামা মাশায়েখ পরিষদের সাধারণ সম্পাদক মুফতি শফিউল্লাহ শাফী মাক্কী ও সাধারণ সাথীদের পক্ষ থেকে তৌহিদুল হক সোহেল স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!