ঢাকা: কুষ্টিয়ার মজমপুর এলাকা থেকে শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় দেশের শীর্ষ চাল ব্যবসায়ী এবং রশিদ এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান জানান, তার বিরুদ্ধে প্রতারণা, ঋণখেলাপি ও বাজার সিন্ডিকেটের মাধ্যমে চালের দাম নিয়ন্ত্রণসহ অন্তত ৬৮টি মামলা রয়েছে।
রাজশাহীর পুঠিয়ার ইনাম ফিড মিলের মালিক আতিকুর রহমানের কাছ থেকে কাঁচামালের জন্য ১.৬৪ কোটি টাকা অগ্রিম নেওয়ার পরও কোনো পণ্য সরবরাহ না করে টাকা আটকে রাখেন রশিদ। ২০২৩ সালের আগস্টে আতিকুর আদালতে মামলা করলে আদালত সমন জারি করেন। তবে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
রশিদ কুষ্টিয়ার খাজানগরের বৃহৎ চাল মোকামের মালিক এবং বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতির সভাপতি ছিলেন। একসময় দেশের চাল বাজারের নিয়ন্ত্রণ তার হাতে ছিল। তবে ঋণখেলাপি, ব্যবসায়িক প্রতারণা ও সিন্ডিকেটের কারণে তার অবস্থান ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে বিভিন্ন ব্যাংক ও ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া শত শত কোটি টাকার দায়ে তিনি দেউলিয়া হয়ে পড়েন এবং আত্মগোপনে ছিলেন।
রশিদ এবং তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঋণখেলাপির পাশাপাশি চালের বাজার অস্থির করার জন্যও অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারের পর কুষ্টিয়া পুলিশ জানিয়েছে, মামলা সংক্রান্ত প্রক্রিয়া অনুযায়ী তাকে আদালতে হাজির করা হবে।
আপনার মতামত লিখুন :