বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন যাওয়ার জন্য মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। রাত সাড়ে ৮টায় গুলশানের বাসভবন থেকে রওনা দিয়ে তিনি রাত ১১টায় বিমানবন্দরে আসেন।
তার গাড়িবহরের সঙ্গে ৫ শতাধিক গাড়ি ও সহস্রাধিক মোটরসাইকেল ছিল। নিরাপত্তা জোরদার করতে বিমানবন্দর এলাকায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়।
কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। চিকিৎসকদের সুপারিশে তাকে যুক্তরাষ্ট্রের জন হপকিনস ইউনিভার্সিটি হসপিটালে নেয়া হতে পারে। তবে চিকিৎসা শেষে দেশে ফেরার তারিখ এখনও অনিশ্চিত।
আপনার মতামত লিখুন :