মধ্যরাতে রাজধানীর সেগুনবাগিচার সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১টা ৫২ মিনিটে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ধোঁয়ায় ঢেকে গেছে পুরো এলাকা। ফায়ার সার্ভিসের সঙ্গে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এবং এপিবিএনের সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছে।
অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
আপনার মতামত লিখুন :