রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে মো. জাফর খানকে একটি "মিথ্যা মামলায়" ফাঁসানো হয়েছে বলে তার পরিবারের অভিযোগ। নিউমার্কেট থানা পুলিশ তাকে গত ২৪ অক্টোবর গ্রেপ্তার করে এবং পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ দাবি করছে, জাফর ১৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সক্রিয় সদস্য, কিন্তু জাফরের পরিবারের মতে, তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন এবং শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে তার অবস্থান ছিল।
জাফরের বাবা-মায়ের অভিযোগ, সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের কারণে এই মামলায় তাকে আসামি করা হয়েছে। তারা দাবি করেন, জাফরের মামাতো বোনের ভগ্নিপতির ছোট ভাই এহসানুল করিম ঈসানের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে স্থানীয় রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তাকে মামলায় ফাঁসানো হয়েছে।
এদিকে, নিউমার্কেট থানার ওসি মোহসীন উদ্দিন জানিয়েছেন, কাউকে যাচাই-বাছাই ছাড়া গ্রেপ্তারের সুযোগ নেই, এবং জাফরের বিরুদ্ধেও স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ দেয়া হয়েছিল। তিনি আশ্বস্ত করেছেন যে, তদন্তে নির্দোষ প্রমাণিত হলে অভিযোগপত্র থেকে তাকে বাদ দেয়া হবে।
উল্লেখ্য, বর্তমান অন্তর্বর্তী সরকার "যত্রতত্র গ্রেপ্তার নয়" নীতি অনুসরণ করছে এবং সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে গ্রেপ্তার ও মামলা পরিচালনা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তিও জারি করেছে।
আপনার মতামত লিখুন :