ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪

মোহাম্মদপুরের শীর্ষ মাদক সম্রাট বুনিয়া সোহেল গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪, ১২:৪২ এএম

মোহাম্মদপুরের শীর্ষ মাদক সম্রাট বুনিয়া সোহেল গ্রেপ্তার

ছবি: রূপালী বাংলাদেশ

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার (৩১শে অক্টোবর) র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানিয়েছে, সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে বুনিয়া সোহেলসহ তার দুই সহযোগীকে, যাদের এখন ঢাকায় আনা হচ্ছে। বুনিয়া সোহেলের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ৩টি হত্যা মামলাসহ অপহরণ, চাঁদাবাজি এবং মাদকের প্রায় ১৮টি মামলা রয়েছে। তিনি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের আব্দুস সালামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ক্যাম্পটিতে গ্যাং কালচার প্রতিষ্ঠা করেছেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মোহাম্মদপুর ও আদাবর থানার এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করে দুই পক্ষই জেনেভা ক্যাম্পে নিয়ে আসে। সাম্প্রতিক সংঘর্ষে এই অস্ত্রগুলো ব্যবহারের মাধ্যমে মহড়া ও গুলি চালাতে দেখা গেছে। গত দুই মাসের মধ্যে এই সংঘর্ষে পাঁচজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!