ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
সাগর-রুনি হত্যা মামলা

র‌্যাব থেকে তদন্তের দায়িত্ব পিবিআইয়ের কাছে

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ১১:৪০ পিএম

র‌্যাব থেকে তদন্তের দায়িত্ব পিবিআইয়ের কাছে

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার এবং মেহেরুন রুনি

ঢাকা: সাগর-রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব র‍্যাব থেকে সরিয়ে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)-এর কাছে হস্তান্তর করা হয়েছে। গত কয়েক বছর ধরে এই মামলাটি নিয়ে নানা জটিলতা তৈরি হওয়ার পর, তদন্তে অগ্রগতির অভাবে এই দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

২০১২ সালে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার এবং মেহেরুন রুনি ঢাকায় তাদের নিজ বাসায় খুন হন, যা তখন থেকে দেশজুড়ে আলোড়ন তোলে। বহু বছর পার হয়ে গেলেও এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে অনেক বার বিভিন্ন মহলে দাবি ওঠে। মামলাটির দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবার পিবিআইকে দায়িত্ব দেওয়া হলো।

রূপালী বাংলাদেশ

Link copied!