ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

শেখ হাসিনা ও পরিবারের ব্যাংক হিসাব তলব

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ১০:৩৭ পিএম

শেখ হাসিনা ও পরিবারের ব্যাংক হিসাব তলব

ছবি: সংগৃহীত

শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের পরিবারের সব সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ (বিএফআইইউ)। এতে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ, ছেলে সজীব ওয়াজেদ, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব ও মেয়ে টিউলিপ সিদ্দিকসহ পরিবারের অন্য সদস্যদের তথ্য চাওয়া হয়েছে।

এই পদক্ষেপ মানি লন্ডারিং প্রতিরোধের অংশ, যাতে আর্থিক অপরাধের তথ্য খতিয়ে দেখা হবে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যমে টিউলিপ সিদ্দিককে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট দেয়ার অভিযোগ উঠে। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন, আর টিউলিপ সিদ্দিক অভিযোগের তদন্তের অনুরোধ করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!