ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

সচিবালয়ে বেসরকারি পাস বাতিল, সাংবাদিকদের প্রবেশেও নিষেধাজ্ঞা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪, ১২:১৪ এএম

সচিবালয়ে বেসরকারি পাস বাতিল, সাংবাদিকদের প্রবেশেও নিষেধাজ্ঞা

ফাইল ছবি

সচিবালয়ের নিরাপত্তা জোরদার করতে সরকারি কর্মকর্তা-কর্মচারী ছাড়া বেসরকারি সব প্রবেশ পাস বাতিল করা হয়েছে। এছাড়া, সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে প্রবেশের অনুমতিও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্থায়ী ও অস্থায়ী প্রবেশ পাস ছাড়া অন্য সব ধরনের বেসরকারি প্রবেশ পাস বাতিল করা হয়েছে। এছাড়া, সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ডের মাধ্যমে সচিবালয়ে প্রবেশের অনুমতিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

বাতিলকৃত পাসধারীরা আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ পুলিশের ক্রাইম কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার, ডিএমপি, ১৫ আব্দুল গণি রোড, ঢাকায় স্থাপিত বিশেষ সেলের মাধ্যমে নতুন করে অস্থায়ী প্রবেশ পাসের জন্য আবেদন করতে পারবেন।

সচিবালয়ে সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি এবং নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ আশা করছেন, এই পদক্ষেপ সচিবালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করবে।

রূপালী বাংলাদেশ

Link copied!