ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৪, ১১:৪৫ পিএম

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান গ্রেপ্তার

ছবি: রূপালী বাংলাদেশ

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আবেগ কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব।  বুধবার রাতে মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল মো. মুনীম ফেরদৌস বলেন, খিলগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

র‍্যাব জানায়, গত তিন সেপ্টেম্বর ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে খিলগাঁও থানায় একটি মামলা করেন নিহতের বাবা ইয়াকুব আলী। এতে ডিএমপির তৎকালীন পুলিশ কমিশনার আছাদুজ্জামানসহ বর্তমান ও সাবেক ১৩ পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়। এই মামলায় আছাদুজ্জামানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

২০১৫ সালে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জনি পুলিশ হেফাজতে ক্রসফায়ারে নিহত হন।

রূপালী বাংলাদেশ

Link copied!