ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ভোট কারচুপির তদন্ত

সাবেক ডিসি-এসপি-ইউএনওদের ঘুম হারাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ১০:০৩ এএম

সাবেক ডিসি-এসপি-ইউএনওদের ঘুম হারাম

ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সরকার। তদন্তে বিশেষ নজর দেওয়া হবে "রাতের ভোট" ও ভোট কারচুপির মতো অভিযোগে। এই উদ্যোগের আওতায় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের ভূমিকা মূল্যায়ন করা হবে, যার মধ্যে ডিসি, ইউএনও এবং পুলিশের মাঠপর্যায়ের কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।

তদন্তে কোনো কর্মকর্তাকে অনিয়মে জড়িত পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা, যেমন বাধ্যতামূলক অবসর ও আইনানুগ পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। 

ইতোমধ্যে, সাবেক সমাজকল্যাণ সচিব মো. ইসমাইল হোসেন ও নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের কিছুক্ষেত্রে ওএসডি করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!