সিভিল এভিয়েশন একাডেমিতে প্রথমবারের মতো ৫ দিনব্যাপী বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি ) বোর্ডিং ব্রিজ অপারেশন কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (ICAO)-এর মান অনুযায়ী এই কোর্সের মডিউল তৈরি করা হয়েছে।
কোর্সটিতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন বিমানবন্দরের মোট ১৫ জন অপারেটর অংশগ্রহণ করেন। সফল প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা বোর্ডিং ব্রিজ অপারেশন-এর জন্য প্রথমবারের মতো সার্টিফিকেট লাভ করেন।
এই প্রশিক্ষণের মাধ্যমে বিমানবন্দরে বোর্ডিং ব্রিজ অপারেশন কাজ এখন থেকে আরও দক্ষ ও নিরাপদভাবে পরিচালিত হবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট সকল অপারেটরকে পর্যায়ক্রমে ৩টি ব্যাচে এই প্রশিক্ষণ দেওয়া হবে।
কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান, বিএসপি, বিইউপি, এনডিসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জাকারিয়া হোসাইন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক জনাব প্রশান্ত কুমার চক্রবর্তী। তিনি তার বক্তব্যে বলেন, "প্রথমবারের মতো এই ধরনের কোর্স পরিচালনা আমাদের বিমান চলাচল ব্যবস্থাপনায় নতুন অধ্যায় যুক্ত করেছে। দক্ষ অপারেটরদের নিয়ে আমরা নিরাপত্তা ও সেবার মান আরও উন্নত করব।"
এই প্রশিক্ষণ সিভিল এভিয়েশন খাতের উন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :