ঢাকা: এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমালকে এবার হত্যা মামলার আসামি করা হয়েছে। মামলার অন্যান্য আসামীরা হলেন- ক্ষমতা ছেড়ে ভারতে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজিব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গত ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে পরবর্তীতে মারা যাওয়া মো. বেলাল হোসেন রাব্বির (২৬) মা জেসমিন আক্তার রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন। মামলায় মোট ২২ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিবরণীতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাত্মতা পোষণ করে আমার ছেলে বেলাল হোসেন রাব্বি (২৬) গত ৪ আগস্ট বাংলামটর মোড় এলাকায় অংশ নেয়।
ছাত্র–জনতার আন্দোলন চলা অবস্থায় ওইদিন সাড়ে ৪টার দিকে বেলাল ঘাড়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়ে। আন্দোলনে অংশগ্রহণকারী তার বন্ধু রিয়াজ তাকে ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগে ভর্তি করায়। পাঁচ দিন আইসিইউতে থাকার পর গত ৮ আগস্ট চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :